Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শীলমান্দী ইউনিয়ন পরিষদ ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনা ফি’তে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করে ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ কে না বলুন। যৌতুক কে না বলুন। মাদক কে না বলুন। গাছ লাগান পরিবেশ বাঁচান। ‘আসুন, সবার প্রতি সহনশীল হই’। 


এক নজরে শীলমান্দী মডেল ইউনিয়ন পরিষদ

 

১।    ইউনিয়নের নাম: শীলমান্দী ইউনিয়ন পরিষদ।

২।    আয়তন: ১২.৯৫ বর্গকিলোমিটার।

৩।    লোকসংখ্যা: ৫৮,২৯৪ জন, পুরুষ:  ৩০,২৪৬ জন  ও  মহিলা:  ২৮,০৪৮ জন। ( সর্বশেষ আদম শুমারী ২০২২ অনুযায়ী )

৪।    পরিবারের সংখ্যা = ১০,৪৬৫ টি।

৫।    দরিদ্র পরিবার = ১,০৪৩ টি।

৬।    হত দরিদ্র পরিবার = ১৫০ টি।

৭।    মৌজা: ৯টি   ( শেকেরচর, গনেরগাঁও, নগর বানিয়াদী, কিসমত বানিয়াদী, খিদিরপুর, তুলশীপুর, শীলমান্দী, হুগুলিয়া, বাগহাটা )।

৮।    ধর্মীয় প্রতিষ্ঠান: মসজিদ- ৮৫টি।

৯।    শিক্ষা প্রতিষ্ঠানঃ দাখিল মাদ্রসা= ০৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় =০৩টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়= ০৯টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়= ০১টি , ফোরকানিয়া মাদ্রাসা = ২৫টি, ইবতেদায়ী মাদ্রাসা = ৩টি , এন,জি,ও স্কুল = ৬ টি।

১০।  গ্রাম: ১৬টি ( শেকেরচর, গনেরগাঁও, নগর বানিয়াদী, কিসমত বানিয়াদী, খিদিরপুর, তুলশীপুর, দঃ শীলমান্দী, মধ্য শীলমান্দী, উঃ শীলমান্দী, হুগুলিয়া, সাহেপ্রতাব, মাছিমপুর, বাগহাটা, বাগহাটা টেকপাড়া, বাগহাটা মিরাপাড়া, বাগহাটা মধ্যনগর )।

১১।  হাট-বাজার: -০৩টি।

১২।  রাস্তা: থানা পরিষদের ০২টি, ইউনিয়ন পরিষদের-১৫টি।

১৩।  স্বাস্থ্য কমপ্লেক্স: ০১টি।

১৪।  ওয়ার্ড সংখ্যা: ০৯টি।

১৫।  চেয়ারম্যান: ০১জন।

১৬।  সদস্য সংখ্যা: ১২জন, পুরুষ সংখ্যা- ০৯জন, মহিলা- ৩জন।

১৭।  ইউনিয়ন সচিব: ০১জন।

১৮।  গ্রাম পুলিশের সংখ্যা: ০৯জন, দফাদার- ০১জন, মহল্লাদার-০৮জন।

১৯।  কমিউনিটি ক্লিনিক: ০৩টি ।

২০।  মক্তব= ৫৫টি।

২১।  কুটির শিল্প = ১০০ টি।

২২।  খাল = ৭ টি।

২৩।  বিল/জলমহল = ৩ টি।

২৪।  খাস পুকুর = ২ টি।

২৫।  শ্যালো পাম্প = ৫৩ টি।

২৬।  প্রধান উৎপাদিত কৃষি পন্যের নাম = ধান, কলা ও পেঁপে।

২৭।  জন্ম হার ( প্রতি হাজারে) = ১.৮

২৮।  মৃত্যু হার (প্রতি হাজারে) = ০.৫০

২৯।  শিশু মৃত্যুর হার = ১.৭%,

৩০।  ইদগাহ = ৩০টি।

৩১।  পোলট্রি র্ফাম = ২৫টি।

৩২।  রাইস মিল = ১৫ টি।

৩৩।  ব্রীজ = ১৮টি।

৩৪।  রিং কালর্ভাট = ১৫০ টি।

৩৫।  বক্স কালর্ভাট = ৩৫ টি।

৩৬।  হাট = ২টি।

৩৭।  কবর স্থান = ২৬ টি।

৩৮।  শশ্মান = ৩টি

৩৯।  পাকা রাস্তা = ৭৫.৫০ কি.মি।

৪০।  কাঁচা রাস্তা = ১৫.৫০ কি.মি।

৪১।  মোট  জমির পরিমানঃ ২৪১৩.২১একর (আরএস রেকর্ড অনুযায়ী)।

৪২।  খাস জমির পরিমান: ৬৮.৯৪একর।

৪৩।  শিক্ষার হার: প্রায়- ৮০%