শীলমান্দী ইউনিয়নের দক্ষিন পাশ দিয়ে বয়ে গেছে মেঘনার শাখা যা মরা খাল নামে পরিচিত। আবার শীলমান্দী ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রক্ষ্মপুত্র। কালের পরিক্রমা তা প্রায়ই তার অতীত ঐতিহ্য হারাচ্ছে । ক্রমশই ফ্যাক্টরী ও কলকারখানার দূষিত পানি নদীর পানি নষ্ট করছে, সেই সাথে অসাধু মানুষ নদী ভরাট করে ফেলছে । যেখানে মানুষ তাদের জীবিকার অন্বেষণ করত এই খাল থেকে সেখানে শুধু রঙ্গের পানি যার ফলশ্রুতিতে মেঘনার সাথে তার সম্পর্ক থাকলেও নেই জলের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নেই মাছের কোন আবাস। বর্ষাকালে এই অঞ্চল থাকে পানি ভর্তি ফিরে পায় তার অতীত রুপ, কিন্তু বর্ষা চলে গেলে নদী আর খাল গুলো যেন অকেজো হয়ে পরে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস