Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শীলমান্দী ইউনিয়ন পরিষদ ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনা ফি’তে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করে ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ কে না বলুন। যৌতুক কে না বলুন। মাদক কে না বলুন। গাছ লাগান পরিবেশ বাঁচান। ‘আসুন, সবার প্রতি সহনশীল হই’। 


গ্রাম পুলিশের দ্বায়িত্ব

শীলমান্দী ইউনিযনের নয়টি ওয়ার্ডে ৯জন গ্রাম পুলিশ রয়েছে । নিন্মে তাদের দ্বায়িত্ব গুলো দেওয়া হলঃ

১। আইন বিরোধী কর্মকান্ড সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা পুলিশকে জানানো।

২। কোন দূর্ঘটনা ঘটলে তা সঙশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা পুলিশকে জানানো ।

৩। কারো মৃত্যু হলে তা ইউনিয়ন পরিষদকে জানানো।

৪। ইউনিয়ন পরিষদের সাথে জড়িত সার্বিক তথ্য জানানো।

৫। নিজ নিজ ওয়ার্ড মেম্বারদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা ।

৬। সরকারী সম্পদের সুষ্টু ব্যবহার নিশ্চিত করা ।