Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শীলমান্দী ইউনিয়ন পরিষদ ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনা ফি’তে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করে ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ কে না বলুন। যৌতুক কে না বলুন। মাদক কে না বলুন। গাছ লাগান পরিবেশ বাঁচান। ‘আসুন, সবার প্রতি সহনশীল হই’। 


ভৌগলিক আবস্থান
শিলমান্দি ইউনিয়ন
শিলমান্দি ইউনিয়ন ঢাকা বিভাগের মানচিত্রে দেখুন বাংলাদেশের মানচিত্রে দেখুন সব দেখান বাংলাদেশে শিলমান্দি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৫′৮″ উত্তর ৯০°৪৩′২০″ পূর্ব


শিলমান্দী ইউনিয়ন নরসিংদী জেলা তথা সদর উপজেলার মধএকটি অন্যতম ইউনিয়ন পরিষদ।  ১৯৬১ সালে শিলমান্দী ইউনিয়ন স্থাপিত হয়। এখানে রয়েছে প্রাচর ম্যানচেষ্টার নামে খ্যাত শেখেরচর বাজার বাবুর হাট বাজার। কলার জন্য বিখ্যাত এই নরসিংদী জেলার অধিকাংশ কলাই উৎপন্ন হয় এই শিলমান্দী ইউনিয়নে। দেশের বড় বড় বস্র শিল্প প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই গড়ে ওঠেছে এই ইউনিয়নের সিমানার মধ্যে। এখানে জন্মে নানা ধরনের সবজি যা দিয়ে স্থানীয় জনগনের চাহিদা মিটিয়ে রপ্তানি করা জেলার বাহিরে। এই ইউনিয়নে জন্মেছে অনেক সোনার ছেলে যারা দেশে তথা প্রবাসে চাকরি করে অনেক অর্থ উপার্জন করছে।মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছে অনেক বীর মুক্তিযোদ্ধা।