বিস্তারিত
এতদ্বারা সর্বসাধরণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 03/2022-2023 নং এল.এ. কেসমুলে নির্বাহী প্রকৌশলী, সওজ, নরসিংদী সড়ক বিভাগ, নরসিংদী কর্তৃক বাস্তবায়িত একনেক কর্তৃক অনুমোদিত “ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর) সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিসে লেন নির্মাণ প্রকল্প (২য় অংশ)” বাস্তবায়নের জন্য নরসিংদী সদর উপজেলার বাগহাটা, খিদিরপুর, উত্তর স্বরোপাব, চৈতাব, পৌলানপুর, নিশন দড়িয়া ও ধোয়াই চৈতাব মৌজায় ৬৪.৭৯৯৭ একর ভূমি অধিগ্রহণের নিমিত্ত নির্ধারিত ছকে প্রস্তুতকৃত ও জেলা প্রশাসক, নরসিংদী কর্তৃক অনুমোদিত যৌথ তদন্ত তালিকা প্রকাশ করা হলো।