Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শীলমান্দী ইউনিয়ন পরিষদ ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনা ফি’তে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করে ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ কে না বলুন। যৌতুক কে না বলুন। মাদক কে না বলুন। গাছ লাগান পরিবেশ বাঁচান। ‘আসুন, সবার প্রতি সহনশীল হই’। 


শিরোনাম
গণবিজ্ঞপ্তি
বিস্তারিত
এতদ্বারা সর্বসাধরণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 03/2022-2023 নং এল.এ. কেসমুলে নির্বাহী প্রকৌশলী, সওজ, নরসিংদী সড়ক বিভাগ, নরসিংদী কর্তৃক বাস্তবায়িত একনেক কর্তৃক অনুমোদিত “ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর  প্রকল্প: সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর) সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিসে লেন নির্মাণ প্রকল্প (২য় অংশ)” বাস্তবায়নের জন্য নরসিংদী সদর উপজেলার বাগহাটা, খিদিরপুর, উত্তর স্বরোপাব, চৈতাব, পৌলানপুর, নিশন দড়িয়া ও ধোয়াই চৈতাব মৌজায় ৬৪.৭৯৯৭ একর ভূমি অধিগ্রহণের নিমিত্ত নির্ধারিত ছকে প্রস্তুতকৃত ও জেলা প্রশাসক, নরসিংদী কর্তৃক অনুমোদিত যৌথ তদন্ত তালিকা প্রকাশ করা হলো।
প্রকাশের তারিখ
14/05/2025
আর্কাইভ তারিখ
30/06/2025