উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অদিদপ্তর, খামারবাড়ী, নরসিংদী।
দপ্তর প্রধানের পদবীঃ উপ-পরিচালক।
সংক্ষিপ্ত বিবরণঃ সম্প্রসারণ কার্যক্রমের পরিকল্পনা, বাসত্মবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন ক্ষেত্রে উপজেলাকে কারিগরি ও ব্যবস্থাপনা সহায়তা প্রদান।
আওতাধীন অফিস সমূহঃ উপজেলা কৃষি অফিস (সকল), নরসিংদী এবং হর্টিকালচার সেন্টার, নরসিংদী সদর, নরসিংদী।
আমাদের সকল কার্যক্রম উপজেলা অফিস কর্তৃক নিয়ন্ত্রিত হয়।
● কৃষি সম্প্রসারণ পরিকল্পনা তৈরি করা। ● ইউনিয়ন অফিসারদের কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা। ● এ্যাডাপটিভ রিসার্স, মাঠ পর্যায়ের পরীক্ষা ও নতুন প্রযুক্তি বিষয়ে তথ্যের আদান- প্রদান নিশ্চিত করার জন্য গবেষনা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা। ● মাঠ পর্যায়ের কর্মকর্ত এবং কারিগরি উইং এর পরিচালকদের মধ্যে মূল সংযোগ রক্ষা করা এবং তাদেরকে তথ্য প্রদান করা ও মাঠে ব্যবহারের জন্য সম্প্রসারণ পদ্ধতি ও বার্তা সংগ্রহ করা। ● মৌসুমী কর্মকান্ড বার্ষিক সম্প্রসারণ কর্মসূচি পর্যালোচনা করার জন্য ডিইপিসি সভার আয়োজন ও পরিচালনা করা। ● ইউনিয়ন এর অধীন সকল ইউনিয়ন পরিকল্পনার বাসত্মবায়ন তদারকি করা। এজন্যে কারিগরি সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন সম্প্রসারণ ইভেন্ট পরিদর্শন করা। ● সকল স্টাফের প্রশিক্ষণ চাহিদা নিরূপন তদারক করা এবং জেলা পর্যায়ের জন্য প্রশিক্ষন প্রসত্মাব তৈরি করা। ● ইউনিয়ন পর্যায়ের প্রশিক্ষণে সহায়তা প্রদান করা। ● ইউনিয়ন এ কৃষি কর্মকর্তাদের মাসিক সভার ব্যবস্থা করা এবং সমস্যা সমাধান, অগ্রগতি ও সম্প্রসারন কর্মকান্ড আলোচনা করা। ● ইউনিয়ন এর সকল স্টাফ ও অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ রেকর্ড সংরক্ষণ করা। ● দপ্তরে কর্মরত সকল ষ্টাফের রেকর্ড সংরক্ষণ করা। ● প্রশিক্ষণ উইং এর নির্দেশমতো স্টাফদের জেলার বাইরে ট্রেনিং এ যাওয়ার অনুমতি প্রদান করা। ● ইউনিয়ন এর মধ্যে ডিএই-এনজিও অংশীদারিত্বমূলক কর্মকান্ড পরিবীক্ষণ করা এবং ইউনিয়ন স্টাফদের মধ্যে ডিএই/এনজিও যৌথ কর্মকান্ডের বিকাশ ঘটানো। ● ইউনিয়ন মানব সম্পদের ফলপ্রসূ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং তাদের কর্ম সম্পাদন ও কর্ম |
● সকল শ্রেণীর কৃষকদের চাহিদা ভিত্তিক সেবা প্রদান। ● কৃষি গবেষণার চাহিদা নিরূপন এবং উদ্ভাবিত প্রযুক্তি চাষীদের দোর গোড়াঁয় পৌছানো। ● কৃষি সম্প্রসারণ কর্মী ও কৃষকদের দক্ষতা উন্নয়ন। ● কৃষি ভিত্তিক বানিজ্য সম্প্রসারণ সহায়তা প্রদান। ● উৎপাদন সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানে সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বিত কার্যক্রম গ্রহণ। ● কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও সহজ ব্যবহারে কৃষকদের সহায়তা প্রদান। ● কৃষি উপকরণের চাহিদা নিরূপন, প্রাপ্যতা ও সুষম ব্যবহার নিশ্চিতকরন। ● নারীকে কৃষির মূলস্রোতে সম্পৃক্তকরণ ও নারীকে ক্ষমতায়নে সহায়তাদান। ● দূর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পূনর্বাসন ও কৃষি ঋন প্রাপ্তিতে কৃষকদের সহায়তা দান। ● কৃষি পন্য ও উপকরণের মান নিয়ন্ত্রন। ● সমন্বিতভাবে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণ। ● সকল শ্রেণীর কৃষক দলের সাথে কাজ করা। |
ক্রঃ নং |
প্রকল্পের নাম |
প্রকল্পের সংক্ষিপ্ত বর্ননা |
১ |
চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এবং চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প |
উচ্চ ফলনশীল বীজের ঘাটতি পূরনে মানসম্মত বীজ উৎপাদন বৃদ্ধি। গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক সর্বশেষ ছাড়কৃত উন্নত জাতের বীজ উৎপাদন ও সম্প্রসারণ। অধিক উন্নত মানের বীজ উৎপাদনকারী কৃষক সৃষ্টি করা। বীজ প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে মহিলাদের অংশ গ্রহণ বৃদ্ধি করে দারিদ্র বিমোচনে সহায়তা করা। মানসম্মত বীজ উৎপাদনে কৃষকদের দক্ষ করে গড়ে তোলা। |
২ |
জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প |
বাংলাদেশের জাতীয় পর্যায়ে কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ পদ্ধতিকে অধিকতর কার্যকর ভাবে উন্নয়নের লক্ষে বিশ্ব ব্যাংক এবং ইফাদের সহায়তায় একটি সমন্বিত প্রকল্প। এ প্রকল্পের অন্যতম লক্ষ্য কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগ সমূহের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃষকের সাথে বাজারে সংযোগ বৃদ্ধির মাধ্যমে কৃষির উন্নতি সাধন করা। |
৩ |
কৃষি প্রযুক্তি প্রকৌশল সম্প্রসারণ প্রকল্প |
চাষী প্রশিক্ষন এবং একই সাথে ফার্ম মেশিনারী যন্ত্রপাতি প্রদর্শনীর মাধ্যমে চাষীদের বাড়ি এবং ব্রি উদ্ভাবিত কৃষি যন্ত্রাপাতির পরিচয় ঘটানো, ব্যবহার দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সফলতা আনয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে কৃষকদের উৎসাহিত করে তোলা। |
৪ |
সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং সমন্বিত শস্য ব্যবস্থাপনা (আইসিএম) |
কম খরচে অধিক উৎপাদন বাড়ানো। পরিবেশকে দূষন মুক্ত রাখা এবং কৃষক/কৃষানীদের কৃষি বিষয়ক দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা। বিষ মুক্ত শাক সবজি উৎপাদন করা। আইপিএম এবং আইসিএম ক্লাবের মাধ্যমে কৃষক/কৃষানীদের কৃষি কাজে জোরদাড় করা এবং কৃষক/কৃষানীদের আর্থসামাজিক উন্নয়নে সফল ভাবে গড়ে তোলা। |
0
সাধারনত শীলমান্দী ইউনিয়ন পরিষদ এ যোগাযোগ করতে পারেন। এছাড়া যোগাযোগ করতে পারেন।
উপ-পরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
খামারবাড়ী, বানিয়াছল(বাজিরমোড়)
নরসিংদী সদর, নরসিংদী
টেলিফোন + ফ্যাক্সঃ ০২-৯৪৬২৬৮৭
ইমেইলঃ alimmuksed@yahoo.com
বাস/রেল ষ্টেশন থেকে সড়ক পথে রিকসা এবং অটোরিকসায় যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস